কলকাতা: বাংলার (West Bengal) আকাশে আপাতত দুর্যোগের শঙ্কা নেই। বরং জমিয়ে শীতের (Winter) আগে হেমন্তের পরশ পাবে বঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, অক্টোবরের শেষেই নামবে পারদ। নভেম্বরের শুরুতে আবার গরম বাড়বে। তাপমাত্রার ওঠানামা থাকবে আগামী কয়েক দিন। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার দু ডিগ্রি থেকে তাপমাত্রা কমবে আগামী ২-৩ দিনে। তবে আবহাওয়ার খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা।
আজ কেমন থাকবে আবহাওয়া?
লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ থাকবে কলকাতায়। কখনো আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অন্যদিকে, জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। মনোরম পরিবেশের পাশাপাশি আবহাওয়া বেশ কিছুটা শুষ্ক থাকবে। পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। হেমন্তের পরিবেশ রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।
আরও পড়ুন, লক্ষ্মী আরাধনায় পকেটে টান আমজনতার! কত দামে বিকোচ্ছে ফল-সবজি-সামগ্রী?