Nokia Phone: নোকিয়া ১০৫ ক্লাসিক (Nokia 105 Classic) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আগে থেকেই ইউপিআই (UPI App) অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে নোকিয়ার এই নতুন ফোনে। তার ফলে এই ফোনের সাহায্যে ইউজাররা সহজে অনলাইন টাকার লেনদেন করতে পারবেন। এছাড়াও নোকিয়া ১০৫ ক্লাসিক ফোনে ওয়্যারলেস এফএম রেডিও কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। এই ফোন কেনার পর এক বছর পর্যন্ত 'রিপ্লেসমেন্ট গ্যারান্টি' দিচ্ছে নোকিয়া সংস্থা। সিঙ্গল সিম এবং ডুয়াল সিম- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নোকিয়ার এই ফোন। নোকিয়ার নতুন মডেলের সিঙ্গল সিম ভ্যারিয়েন্টের সঙ্গে চার্জার রয়েছে। আবার ডুয়াল সিমের ভ্যারিয়েন্টে চার্জার নেই। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে। 


ভারতে নোকিয়া ১০৫ ক্লাসিক ফোনের দাম


দেশে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়। নীল এবং চারকোল- এই দুই রঙে নোকিয়া ১০৫ ক্লাসিক লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই ফোনের। 


নোকিয়া ১০৫ ক্লাসিক ফোনের বিভিন ফিচার এবং স্পেসিফিকেশন



  • আবহাওয়ার চরম পরিস্থিতিতেও ভাল থাকবে ফোন। একাধিকবার ডিউরেবেলিটি টেস্ট হয়েছে এই ফোনের। সেখানেই বোঝা গিয়েছে একথা। 

  • নোকিয়ার এই ফোনে রয়েছে ৮০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে অনেকক্ষণ চার্জ থাকবে এই ফোনে। 

  • ইয়ারফোন ছাড়াই নোকিয়ার এই নতুন মডেলে এফএম রেডিও চালানো যাবে। এই ফোনের বিস্তারিত ফিচার ও স্পেসিফিকেশন এখনও প্রকাশ্য আসেনি। 

  • এখানে ইউপিআই ট্রানজাকশন ফিচার থাকলেও নির্দিষ্ট কোন অ্যাপ থাকতে চলেছে তা এখনও জানা যায়নি। 


রিয়েলমির ফোন ভারতে হাজির নতুন ভ্যারিয়েন্টে


চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53)। এই ফোন পুনরায় ভারতে লঞ্চ হয়েছে নতুন র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। এবারের মডেলে ৮ জিবি র‍্যাম (8 GB RAM) রয়েছে। এর সঙ্গে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। ফেদার ব্ল্যাক এবং ফেদার গোল্ড- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৩ ফোন। এই মডেলে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও আছে SuperVOOC চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৩ ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ভারতে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি, দাম কত এই ফোনের? কী কী ফিচার রয়েছে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial