কলকাতা: পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও, আরও কিছুদিন রাজ্যে শীতের আমেজ। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে পারদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে শীত। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। 


উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া: পারদ নামল অনেকটাই। সোমবার সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর দিনাজপুরে। হাওয়া মোরগ বলছে, চলতি সপ্তাহে আরও অনেকটাই কমতে পারে তাপমাত্রা। সঙ্গে সকাল থেকেই কুয়াশা দেখা যাবে উত্তরে। গত সপ্তাহের তুলনায় সম্প্রতি কয়েক ডিগ্রি পারদ নেমেছে দুই দিনাজপুরে। এই ধারা বজায় থাকবে চলতি সপ্তাহে।


আবহাওয়ার পূর্বাভাস বলছে, কনকনে শীতের আমেজ পাবে জেলার মানুষ। তবে মাঝে মাঝেই কুয়াশায় আবরণে ঢাকা পড়বে জেলা। তাতে তাপমাত্রার পারদ কমায় কোনও তফাত হবে না। উল্টে বাড়তে পারে হিমেল হাওয়া।ওয়েদার রিপোর্ট বলছে, তাপমাত্রা সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাতের দিকে এই তাপমাত্রা ১১ ডিগ্রিতে চলে যাবে বলে আশা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।বেলার দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে।  সকালে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়াতে পারে ৮৮ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইতে পারে উত্তরের বাতাস। পারদ অনেকটাই নামবে বলে আশা করছে জেলাবাসী।


একই পরিস্থিতি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস বলছে, সকালে জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। বাতাসের গতিবেগ সকালে থাকতে পারে ঘণ্টায় ৫ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যাবে দক্ষিণে। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে চিন্তা বাড়াতে পারে ঘন কুয়াশা। সঙ্গে আজ থেকেই কাঁপুনি ধরাবে কনকনে ঠান্ডা । 


উত্তর ২৪ পরগনার আবহাওয়া: গতকাল, ১৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮১ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৯ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩ কিলোমিটায়/ঘণ্টা।


দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পৌষের শুরুতেই আরও নামল পারদ। উততুরে হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ। মূলত দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে, মাঝে কয়েকদিন শীতের আমেজে তাল কেটেছিল রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে এই পারদের ওঠানামা অব্যাহত ছিল। তাপমাত্রায় বারবার হেরফের ঘটেছে। তবে সুখবর, হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে, এবার একধাক্কায় অনেকটাই নামল পারদ। ফিরল শীতের আমেজ। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত।  আহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই  নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে।