সঞ্চয়ন মিত্র, কলকাতা: গত কয়েক বছরের তুলনায় এ বছর শীতের (Winter) দাপট বেশ কিছুটা বেশিই। ভোর ও রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়লেই  ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। আবহাওয়ার এমন খামখেয়ালিতে বাড়ছে জ্বর-সর্দি কাশির দাপটও। কিন্তু এমন আবহাওয়া কতদিন থাকবে? সরস্বতী পুজোর (Saraswati  Pujo) আগে বাড়বে গরম না কি ফের শীতের কামব্যাক হবে?                                                               

  


আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শীতের কামব্যাকের তেমন সম্ভাবনা একেবারেই নেই। বরং শীতের বিদায় আসন্ন। যদিও সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়লে রোদের দাপটে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। উত্তর পশ্চিমী শীতল হাওয়ায় দাপটও থাকবে, যার জেরে ঠান্ডার অনুভব থাকবে।                          


কলকাতায় ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে পারদ। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আপাতত সব জেলায় তাপমাত্রা শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের কোনও রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর পর থেকে আবহাওয়া বেশ কিছুটা পরিবর্তন হতে পারে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করায় তাপমাত্রা নামবে। আলিপুর আবহাওয়া অফিসের মতে, আগামী দু'দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।  


তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার বাড়বাড়ন্তও হবে আগামী কয়েকদিন। মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার আধিক্য থাকবে, হাওয়া অফিসের তরফে জানান হয়েছে এমনটাই। রবিবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।   


হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার গড় তাপমাত্রা ১ ডিগ্রির সেলসিয়াস কমেছে। আগামী দুইদিন তাপমাত্রার আরও কিছুটা নামতে পারে। আগামী বৃহস্পতিবারের পর থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। 


আরও পড়ুন, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বারণ কেন? খেলে কী হয়?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে