কলকাতা: প্রতিপদে থেকেই হাওয়া বদল? আজ দুপুরের পর থেকেই আবহাওয়া (Weather) বদল হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এও জানান হয়েছে, কোথাও আংশিক কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ। কাল উপকূলে বৃষ্টি (Rain)। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়।
কোন পথে ঘূর্ণাবর্ত?
আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত (Cyclone) শক্তি বাড়িয়ে আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে (Depression) পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে।
জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
জেলায় জেলায় আংশিক বা কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ বিকেল থেকেই। মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকেই হাওয়া বদল। মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।
আরও পড়ুন, আর বাড়ির খাবার নয়, জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে, নির্দেশ আদালতের
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।