সঞ্চয়ন মিত্র, কলকাতা: সপ্তাহান্তে পুজোর কেনাকাটা সেরে নেবেন ভাবছেন? আপনার ভাবনায় জল ঢালতে পারেন, বরুণদেব। পুজোর মুখে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে, আগামী ৩ দিন, অর্থাত্, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।
রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপটি। তার জেরেই সপ্তাহান্তে, এবং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, রবিবার, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ঝাড়গ্রামের কিছু অংশেভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বভাস? আগামী সোমবার, সপ্তাহের প্রথম দিন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়ার কিছু অংশে। আর মঙ্গলবার ভারী বৃষ্টি হত পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দিঘা, মন্দারমণি, সাগর এলাকায় সমুদ্রে বিনোদনের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ কেমন থাকবে উত্তর ২৪ পরগনার পারদ?