সঞ্চয়ন মিত্র, কলকাতা: ওড়িশা উপকূল ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ। এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদা, এই ৬টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি, উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা।
ক্যালেন্ডার বলছে, বুধবার থেকে সূচনা হয়েছে শরতের। কিন্তু, এখনও আকাশে বর্ষার মেঘ। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও ঝিরঝিরে, কোথাও মুষলধারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূল ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ। তার অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্তীশগঢ় হয়ে ক্রমশ মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। তার জেরে দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।
বৃহস্পতিবার এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরের কিছু অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে ধসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় একই সময়ে ভারী বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বাংলা ক্যালেন্ডারে শরৎ শুরু হলেও, বর্ষার আনুষ্ঠানিক বিদায়েরে এখনও বেশ কিছুটা দেরি। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী কয়েক দিনও কোথাও ভারী, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুত্সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাস্প ঢুকেছে রাজ্যে। এর প্রভাবেই উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।