কলকাতা: অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের.. ৯ মাসের সাধ হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)। সাদা ঢাকাই আর মাথা ভরা সিঁদুরে সাজলেন অভিনেত্রী, তাঁর পাতে রইল কী কী? বছরের মাঝামাঝি, যে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছিল 'হইচই' (Hoichoi) কর্তৃপক্ষ, তার মধ্যে 'অন্তরমহল' (Antarmahal) অন্যতম। ইশা সাহা (Ishaa Saha) ও সৌরভ দাস (Sourav Das)-র এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা। আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন অভিনেতা অভিনেত্রী? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
'সাধে-আহ্লাদে...' নতুন সদস্যের জন্য অধীর অপেক্ষা শুভশ্রীর
অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের.. ৯ মাসের সাধ হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)। সাদা ঢাকাই আর মাথা ভরা সিঁদুরে সাজলেন অভিনেত্রী, তাঁর পাতে রইল কী কী? সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ঘরোয়াভাবেই সাধ পালন করেছেন তাঁর পরিবার। সাদা ঢাকাইয়ের সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন তিনি। আলগা করে বাঁধা চুলের সঙ্গে ছিল আলগা গয়না। মুখে চোখে মাতৃত্বের আভা। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'খুব আদরের...'। বোঝাই যাচ্ছে, হবু মাকে পরিবারের সবাই ভীষণ যত্নে রেখেছে আর তাই নিয়ে খুশি অভিনেত্রীও। চিরকালই রাজ চক্রবর্তীর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকেন শুভশ্রী। কাজের মায়ের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক মা-মেয়ের মতোই। এই কথা বারে বারেই বলেছেন রাজ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই রাজ শেয়ার করে নেন শুভশ্রী ও তাঁর মায়ের একসঙ্গে ছবি। আজ শুভশ্রীকে দেখা গেল সাধের সমস্ত নিয়ম নিতি মেনে চলছে। তাঁর খাবার জন্যও এলাহি আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল ভাত, পোলাও, মাছের মাথা থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু তরকারি ও মিষ্টি।
সম্পর্কের টানাপোড়েন নাকি সুখী দাম্পত্য, কী চলছে ইশার 'অন্তরমহল'-এ?
ছরের মাঝামাঝি, যে এক গুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছিল 'হইচই' (Hoichoi) কর্তৃপক্ষ, তার মধ্যে 'অন্তরমহল' (Antarmahal) অন্যতম। ইশা সাহা (Ishaa Saha) ও সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা। আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। এই সিরিজ এমন এক যুগলের গল্প তুলে ধরেছে, যাদের দীর্ঘদিন প্রেমের পরে, সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তাঁদের মধ্যে মিল থাকলেও, কেবল সমস্যা সন্তান নিয়ে। বিয়ের পরে রীতি চান, তাঁদের মধ্যে একটি সন্তান আসুক, তবে চিকিৎকের কাছে যেতে চায় না ইন্দ্র। চিরকালীন সমাজের মনে যে ধারণা রয়ে গিয়েছে যে সন্তান না হওয়ার দায়ভার একমাত্র মেয়েদের, সেই ভাবনাকেই তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ এগিয়ে গেলেও যে তথাকথিত মানুষের মনের মধ্যে রয়ে গিয়েছে সেই ভাবনা, সেটাই তুলে ধরবে এই সিরিজ। এই সিরিজতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)।