কলকাতা: আর ২৪ ঘণ্টা। তার মধ্যেই বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আর একবার ঘূর্ণিঝড় তৈরি হলে, সেটির নাম হবে 'মিধিলি'। এই নাম রেখেছে মলদ্বীপ। শনিবার ভোরের দিকে বাংলাদেশের খেপুপাড়া এবং মঙ্গলার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়তে পারে 'মিধিলি', পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর ফলে আজকের মতো, আগামীকাল অর্থাৎ শুক্রবারও এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তা ছাড়াও একাধিক লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।


যা জানা গেল...
পশ্চিমবঙ্গের পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার কথা ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে। এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। অসম এবং মেঘালয়ের পূর্বাংশে শুক্রবার ও শনিবার, একই ছবি দেখা যেতে পারে। আবহাওয়ার যা মতিগতি, তাতে শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কথা। তাই মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে বিভিন্ন গাণিতিক মডেল অনুযায়ী, গভীর নিম্নচাপটি উত্তর এবং উত্তর-পূর্বদিকে বাংলাদেশের উপকূল অভিমুখে সরার কথা। মাসখানেক আগেই বঙ্গোপসাগরে আর এক ঘূর্ণিঝড়, 'হাম্মোন' (Hammon) তাণ্ডব দেখিয়েছিল। তার মধ্যে ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহবিদদের অনুমান, শুক্রবার গভীর রাতের দিকে বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে 'মিধিলি'। শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সন্ধে সাড়ে ৫টা পর্যন্ত এর দাপট সর্বোচ্চ থাকার কথা। সে সময় হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারে। 


আজ যা...
এদিনই অতি গভীর নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টি হয়েছে। তবে তার পরিমাণ খুব বেশি নয়। আবহবিদদের ধারণা, সর্বাধিক ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আজ ভারী এবং আগামীকাল অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর নিম্নচাপটি  পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ৪৬০ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠে অবস্থান করছিল।এই গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূল ও লাগোয়া একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও থাকছে। সুন্দরবন লাগোয়া এলাকায় আজ বিকেল থেকে শনিবার বেলা পর্যন্ত ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন:ইংরেজি এবং হিন্দিতে লেখার নির্দেশ কেন্দ্রের, বিশ্বভারতীর ফলকে বাংলা কেন ব্রাত্য, উঠছে প্রশ্ন