কলকাতা : বৃষ্টিপ্রিয় বাঙালির মন ভরাবে এবার নিম্নচাপের বৃষ্টি।  বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আপাতত তা অবস্থান করছে পুরীর উপকূলে। কিন্তু এর কতটা প্রভাব পড়বে বাংলায়, জানিয়ে দিল আবহাওয়া দফতর। 


আইএমডি জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশার দিকে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আপাতত পুরীর কাছাকাছি চিলকা এলাকায় এলাকায় অবস্থান করছে। শনিবার সকালে এটি  স্থলভাগে প্রবেশ করবে। পরবর্তী ২৪ ঘন্টায়শক্তি ক্ষয় করবে এই নিম্নচাপ। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। 


এই নিম্নচাপ এর প্রভাবে প্রবল দুর্যোগ না হলেও সমুদ্র থাকবে উত্তাল।  সমুদ্রে ৪৫ থেকে ৫৫ কিমি, এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তার আভাস মিলবে শনিবার থেকেই । পশ্চিমবঙ্গ উপকূল সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 
 
দক্ষিণবঙ্গের আবহাওয়া 
শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। ২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই  বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  বজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

নজরে উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।  বিশেষত উপরের দিকের পাঁচ জেলায় সোমবার থেকে বৃষ্টি হালকা হলেও সারাদিনই চলতে থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।  ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।


কলকাতার আবহাওয়া 
আজ আংশিক মেঘলা আকাশ থাকবে মহানগরে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার একুশে জুলাই মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।