সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিম্নচাপের প্রভাবে রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ (Depression)। তার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)।


এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতে শিয়রে আর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। শুক্রবার উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টির দুর্যোগ। শুক্রবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত ডায়মন্ড হারবার। ঝড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক-সহ বেশ কয়েকটি জায়গায় গাছ পড়ে বিপত্তি। দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্ন। বিদ্যুৎহীন গোটা এলাকা।


জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় আগামী ২০ অগাস্ট পর্যন্ত প্রশাসনের তরফে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা করা হয়েছে। ওই সময় পর্যন্ত পর্যটকদেরও সমুদ্রে নামা নিষেধ।  



উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: Weather Today: কাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন? বৃষ্টি না গরম, কী বলছে পূর্বাভাস?