অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  নিম্নচাপের (Depression) রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (Thursday) উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর (Alipore) আবহাওয়া দফতরের (Weather Department)। 


তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী কাল। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। যদিও ১৯-এ উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হওয়া সম্ভাবনা। এর ফলে ১৮ থেকে ২০-এ পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ১৮ থেকে ২০ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে হালকা বিস্তার বৃষ্টি হবে।                      


আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট


সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার।  সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে বইছে দমকা হাওয়া। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।  এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।                                                                                                


নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি।  তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবারও বৃষ্টি হয়েছে। তার ওপর ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ অবশ্য শক্তি হারিয়েছে। ঝাড়খণ্ড থেকে ওড়িশা ও ছত্তীসগঢ়ের দিকে সরছে নিম্নচাপ। এর ফলে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে ফের শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।                                                                     



আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।