সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও পরশু থেকে দুই বঙ্গেই কমবে বৃষ্টির পরিমাণ। শনিবারের পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 


দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্ট ঘূর্ণাবর্ত (Cyclone)। মৌসুমী অক্ষরেখা গুনা, সাতনা, পুরুলিয়া, কৃষ্ণনগর হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত। উত্তর আন্দামানে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ (Depression)। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য়ে বৃষ্টি চলবে। 


আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) পূর্বাভাস, উত্তরবঙ্গের (North Bengal Weather) কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও সোমবার থেকে দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমবে। তারপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 


আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, নাগাড়ে বৃষ্টি থেকে এখনই নিস্তার মিলছে না। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এর মধ্যেই রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদায়। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির এই স্পেল। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত  মৌসুমী অক্ষরেখা। তার জেরেই আশ্বিনের শুরুতেও বৃষ্টির দাপট। 


প্রসঙ্গত, পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে পুজোর শপিংয়ের জন্য বাড়তি ভরসা ছুটির দিনগুলো। তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখার অপেক্ষায় বঙ্গবাসী। বৃষ্টির রেশ কমার পর পুজো প্রস্তুতিতে হাওয়া লাগবে বলেই প্রত্যাশা সকলের।                               


আরও পড়ুন- 'বড় বড় চুক্তি হয়েছে' লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরে বললেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial