Vivo Smartphones: ভিভো 'টি' সিরিজের (Vivo T Series) নতুন ফোন ভিভো টি২ প্রো ৫জি (Vivo T2 Pro 5G) ভারতে লঞ্চ হয়েছে। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। ভিভো টি২ প্রো ৫জি ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এক্সটেন্ডেড র‍্যাম ফিচারের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। ভিভোর এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভিভো টি২ প্রো ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। New Moon Black এবং Dune Gold- এই দুই রঙে ভিভো টি২ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। 


ভিভো টি২ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। ডিভাইস পরিচালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13- এর সাহায্যে। ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি, সেটি আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। এছাড়াও ভিভো টি২ প্রো ৫জি ফোনে রয়েছে ৩০০০ মিলিমিটারের চৌকো আকৃতির একটি vapour chamber liquid cooling system। ইউজার গেম খেলার সময় এই ফিচারের সাহায্যে thermal management করা সম্ভব। অর্থাৎ ফোন অতিরিক্ত গরম হলে তাপ বেরিয়ে যাবে। ফলে ডিভাইস গরম থাকবে না। 

  • ভিভো টি২ প্রো ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের bokeh shooter। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ক্যামেরায় রয়েছে বিভিন্ন ধরনের ফিচার ও মোড। যেমন- নাইট মোড, প্যানোরামা। টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, পোর্ট্রেট, স্লো মোশন- এইসব ফিচার রয়েছে। 

  • ভিভো টি২ প্রো ৫জি ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো সংস্থার ইন-হাউস চার্জিং টেকনোলজি রয়েছে এই ফোনে। সংস্থার দাবি এই ফোনের ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারে মাত্র ২২ মিনিটে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৫৬.৮৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ফোনে। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে ভিভো টি২ প্রো ৫জি ফোনে রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি ২.০ সাপোর্ট। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে এই ফোনে।