কলকাতা: হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Depression)। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা (Rain forecast)। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা (Temperature। কমবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের (Thailand) কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andrapradesh) ও ওড়িশা (Odisha) উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ  (Southbengal) জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। 


বঙ্গে শীতের (Winter) আমেজ থাকবে আপাতত দু’দিন। তারপরেই বাড়বে রাতের তাপমাত্রা। পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। ১২ ঘণ্টায় নিম্নচাপ আন্দামান সাগরে পড়ার সম্ভবনা। ৩ তারিখের মধ্যে তা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে।


৪ ডিসেম্বর সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ বঙ্গেও উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫-৭০ এ পৌঁছতে পারে। ওইদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। ৩ ডিসেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South bengal) আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  যা তার আগের দিনের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।  উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই উর্ধ্বগতি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, কালই আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে।  আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপ।  ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।  তবে এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।