অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সারা দেশে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি সেলিব্রেশন । পুজো আুর হাতে দোনা কয়েকটা দিনই বাকি। তারই মাঝে নিম্নচাপের রক্তচক্ষু। তাহলে কি পুজোও হবে বৃষ্টিস্নাত ? এই প্রশ্নটাই আম জনতার।  এই আবহেই বড় আপডেট দিল আবহাওয়া দফতর।

  


আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সকালেই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার জন্য আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে শুক্রবার অতি ভারী বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে আবার। অর্থাৎ পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। কারণ পঞ্জিকা বলছে, মায়ের বোধন বুধবার। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়লেও, বৃষ্টি হবে না।


অন্যদিকে উত্তরবঙ্গে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। 


শুক্রবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ  অনেকটা কমে যাবে।


 কলকাতায় শুক্রবার বৃষ্টি হতে পারে দিনভর, তবে এলাকা ভিত্তিক। মূলত মেঘলা আকাশই থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকেই বেশিই থাকবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি । বৃহস্পতিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ।  বৃষ্টি হয়েছে সামান্য ২২.৩ মিলিমিটার। 


আরও পড়ুন :


দীর্ঘ প্রতীক্ষার অবসান, ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা