কলকাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (Durga Puja 2024)। আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা। ঢাকে কাঠি পড়ল বলে। কিন্তু এবারের উৎসবের আনন্দে কি জল ঢালবে ঝেঁপে বৃষ্টি (Rain Alert)? কী বলছে আবহাওয়া দফতর? (Weather Update)
দুর্গাপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?
দুর্গাপুজোর আনন্দে কি এবার বাধ সাধবে দুর্যোগ? অসুর হতে পারে বৃষ্টি? না কি ঝলমলে আকাশ মাথায় নিয়েই করা যাবে প্যান্ডেল হপিং? কী বলছে আবহাওয়া দফতর? শুক্রবার IMD কলকাতা একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারী বৃষ্টি না হলেও ভিজবে পুজোর কলকাতা। ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোর প্রাক্কালে, অক্টোবরের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গেও ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রায়ই একইরকম থাকবে আবহাওয়া। উত্তরের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুজোর একেবারে মধ্যে, অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই দিনগুলিতে হালকা বৃষ্টিপাত ও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অন্যদিকে আবহাওয়া দফতর বলছে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে। আজ অর্থাৎ শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্য়দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।