কলকাতা: ফের কুড়ির নীচে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য নামলেও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে আগামী ২-৩ দিনে অন্তত ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের শীতের আমেজ ফিরলেও, আপাতত রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
কুড়ি ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। সামান্য কমলেও স্বাভাবিকের তিন ডিগ্রি উপরে কলকাতার পারদ। কলকাতা সহ জেলায় তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে। পশ্চিমের জেলা থেকে অন্য জেলা তাপমাত্রা বেড়েছে সব জেলাতেই। খুব সকালে ও সন্ধ্যায় শীতভাব থাকলেও বাকি দিনভর কার্যত উধাও শীতের আমেজ। জেলায় জেলায় অনেকটাই কমেছে শীতের আমেজ। ২৪ ঘন্টায় একই রকম থাকবে তাপমাত্রা।
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই কমেছে। বেলা বাড়তেই শীত ভাব উধাও। আবার সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। অর্থাৎ কলকাতায় দিন ও রাতের দুই তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে এখনো।
হুগলির আবহাওয়া: দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ফের ২০ ডিগ্রির নীচে নেমেছে হুগলি জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৭৭ শতাংশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়েছে গতকালের তুলনায়। আজ দিনের বেলায় আবহাওয়া খুব একটা পরিষ্কার থাকবে না, ধোঁয়াশা থাকবে। মাঝে মাঝে অবশ্য রোদ ঝলমলে আকাশও দেখা যাবে। রাতের দিকেও আবহাওয়ায় যথেষ্ট ধোঁয়াশা থাকবে। দিনে এবং রাতে হাওয়ার গুণমান অত্যন্ত খারাপ থাকবে। অর্থাৎ অস্বাস্থ্যকর বাতাস থাকবে। আজ ভোরের দিকে বাতাসে কিছুটা শিরশিরানি ছিল। ইতিমধ্যেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটারের কাছাকাছি। তবে গতকাল থেকে কিছুটা কমেছে শীতের আমেজ। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়েছে।
দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া : ফিরল শীতের আমেজ বঙ্গে। গত সপ্তাহে পরপর পারদ পতন হলেও মাঝে শীতের আমেজ একটু হলেও কম ছিল গোটা রাজ্যে। উত্তুরে হাওয়ায় পড়েছিল ভাটা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে, পারদ ফের নামার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে। উত্তর পশ্চিমের বাতাস থাকবে। রাজ্যে জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। চলতি সপ্তাহ থেকে শীতের আমেজ আরও বাড়বে বাংলাজুড়ে। হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই রাজ্যে পারদ পতন। ইতিমধ্যেই পাখার প্রয়োজন ফুরিয়েছে। অনেকেই হালকা চাদর গায়ে শীতের আমেজ উপভোগ করছে। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু। আহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে।