Hooghly Weather Update: আজ মহাষষ্ঠী। হুগলি জেলায় আজ অর্থাৎ পয়লা অক্টোবর আবহাওয়া কেমন থাকবে দেখে নিন একনজরে। আজ দক্ষিণবঙ্গের এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭৮ শতাংশ। গতকালে তুলনায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়েছে, প্রায় ৮ শতাংশ। আজও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সন্ধের দিকে বলা ভাল দুপুরের পর বিকেলের দিক থেকে আকাশ মেঘলা থাকবে। হুগলি জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 


তবে বৃষ্টি হলেও অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরমের হাত থেকে এখনই রেহাই নেই। অন্যদিকে সপ্তমী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে অষ্টমী এবং নবমীতেও। আজ অর্থাৎ পয়লা অক্টোবর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছেন উষ্ণ-আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ থেকে মূলত দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ২, ৩, ৪ এবং ৫ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর মূল চারদিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কার্যত ভাসতে চলেছে কলকাতা, তেমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 


সপ্তমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ ঘণ্টা এবং দুই মেদিনীপুরে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন পূর্ব ও পশ্চিমে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নবমীতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রবিবারের পর বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুঁড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই হবে বৃষ্টি।


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ২৮ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ২৪ মিনিটে।


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।


আরও পড়ুন- সকালে মূলত মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা