লাহোর: পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ইতিহাস গড়ার পালা অব্যাহত। চলতি ইংল্যান্ড সিরিজে (PAK vs ENG T20I) নিজের ফর্ম ফিরেছেন বাবর। সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ফের একবার ব্যাট হাতে অনবদ্য এক ৮৭ রানের ইনিংস খেললেন পাকিস্তানের তারকা ব্যাটার। এর সঙ্গে সঙ্গেই তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) এক অনন্য কৃতিত্বেও ভাগ বসালেন। 


প্রথম পাকিস্তানি ব্যাটার হিসাবে বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রানের গণ্ডি পার করলেন। পঞ্চম ব্যাটার হিসাবে তিন হাজার রান পূর্ণ করলেন তিনি। এই পাঁচজনের মধ্যে বিরাট কোহলিই এতদিন দ্রুততম ব্যাটার হিসাবে তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেছিলেন। বিরাট ৮১টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। বাবরও সমসংখ্যক ইনিংসেই তিন হাজার রানের গণ্ডি পার করে বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন। বিরাট ও বাবর ছাড়াও রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল ও পল স্টার্লিং আন্তর্জাতিক মঞ্চে বিশ ওভারের ফর্ম্যাটে তিন হাজার রান করেছেন।


 






তবে বাবর ও বিরাটই কেবলমাত্র ১০০-র কম ইনিংস খেলে তিন হাজার রান করেছেন। পাকিস্তানের হয়ে বাবরের পরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক মহম্মদ হাফিজ। তিনি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ২৫১৪ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে মহম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। তাই বাবরের কাঁধে বাড়তি দায়িত্ব এমিতেই ছিল। মাত্র ১৫ রানে পাকিস্তান দুই উইকেট হারানোয় দায়িত্বটা আরও বেড়ে যায়। শুরুতে একটু সামলে খেলে ইনিংস পুনরায় গঠন করার কাজ শুরু করেন বাবর।


তাঁকে সঙ্গ দেন হায়দার আলি ও ইফতিকার আহমেদ। তৃতীয় ও চতুর্থ উইকেটে পাকিস্তান ৪৭ ও ৪৮ রান জোড়ে। হায়দার ১৮ রানের বেশি করতে না পারলেও, ইফতিকার ৩১ রান করেন। ইনিংসের শেষের দিকে বাবর আক্রমণের পথ বেছে নিয়ে পাকিস্তান কার্যত একাই ১৫০ রানের গণ্ডি পার করান। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। এছাড়া আর কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুই বাঁ-হাতি বোলার স্যাম কারান ও ডেভিড উইলি দুইটি করে উইকেট নেন।


আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার