Hooghly Weather Update: আজ হুগলি জেলার আবহাওয়া (Weather Forecast) কেমন থাকবে জেনে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন (Weather Update) তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আজও হুগলি জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তা ঘনীভূতও হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে ভারী বৃষ্টির ভ্রুকুটির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতে ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও ভ্রুকুটি নতুন নিম্নচাপের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে রবিবারই তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ রয়েছে ওড়িশার দিকে। আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার কথা রয়েছে।


ঝোড়ো হাওয়া আর বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির কারণে আবহাওয়া এখন অনেকটাই মনোরম। কিন্তু অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে মাঝে মধ্যেই ভ্যাপসা গুমোট গরম এবং হাঁসফাঁস পরিস্থিতি অনুভব করবেন হুগলির বাসিন্দারা। রাতের বেলায় তাপমাত্রা আরও কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ও হাওয়ার গতিবেগ। 


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 


আরও পড়ুন- সকালের দিকে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে, আংশিক মেঘলা থাকবে আকাশ