Hooghly Weather Update: আজ ১৭ মে, ২০২৩- বুধবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। আজ সকাল থেকে রোদ মেঘের খেলা দেখা যাবে। আর্দ্রতা থাকবে অতিরিক্ত। সেই সঙ্গে আবহাওয়ায় থাকবে ধোঁয়াশা। দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সন্ধেবেলাতেও বইবে মনোরম হাওয়া। রাতের দিকে আজ মেঘলা আবহাওয়া থাকবে। এর ফলে গুমোট ভ্যাপসা গরম অনুভূত হবে। আর্দ্রতা থাকবে বেশি। বেশি রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪১ কিলোমিটারের কাছাকাছি। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪ শতাংশ। অন্যদিকে রাতের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। আর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। 


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৪টে ৫৫ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ১০ মিনিটে।


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 


সোমবার বিকেলে কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়েছিল তিলোত্তমা। আর এই ঝড়ে শুধু যানজট নয়, একাধিক জায়গায় ব্যাহত হয় ট্রেন চলাচলও। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়েছিল গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ হয় ট্রেন চলাচল। সোমবার বিকেল-সন্ধে নাগাদ কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনায় হঠাৎ প্রবল ঝড় ওঠে। ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায়। গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে। আর এই গাছ পড়ে যাওয়ার জন্যই কলকাতায় একাধিক জায়গায় তৈরি হয় যানজট। কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখা যায়। কলকাতার ১৯টি জায়গায় বড় রাস্তার ওপরে ভেঙে পড়েছিল গাছ। লেক গার্ডেন্সে গাছ ভেঙে ৪ জন আহত হয়েছিলেন। ময়দানে আহত হয়েছিলেন ১ জন। আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছিল, স্থায়িত্ব ৩ মিনিট। দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছিল, স্থায়িত্ব ১ মিনিট। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল এই ঝড়ের কারণে। শুধু তাই নয়, হিন্দমোটরেও ছিঁড়ে গিয়েছিল ওভারহেডের তার। ফলে হাওড়া লাইনের ট্রেন চলাচলেও পড়েছিল প্রভাব।


আরও পড়ুন- গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা