Hooghly Weather Update: আজ ২৪ অগস্ট, ২০২৩- বৃহস্পতিবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৯৪ শতাংশ। সকাল থেকে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সন্ধে এবং রাতে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সন্ধ্যাবেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হুগলি জেলায় দিনের বেলায় আজ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ১৬ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ০০ মিনিটে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি মৌসুমি অক্ষরেখা আম্বালা-বরেলি-গোরক্ষপুর-ধানবাদের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্য একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত, যেটি কিনা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এরই জেরে উত্তরবঙ্গে টানা অতি ভারী বৃষ্টি চলছে। আগামী ২৬শে অগাস্ট, শনিবার পর্যন্ত এমনই ভারী বৃষ্টি চলার কথা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। তবে তার আগে, আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ওই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আরও পড়ুন- 'সিরিয়াল প্রেমী' মমতা বন্দ্যোপাধ্যায়, ভাগ করে নিলেন মনের কথা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন