Hooghly Weather Update: আজ ৪ অগস্ট, ২০২৩- শুক্রবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৬৬ শতাংশ। সকাল থেকে পরিষ্কার রয়েছে আকাশ। তবে দুপুরের দিকে মেঘলা হবে আবহাওয়া। এর পাশাপাশি দুপুরের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাত থেকেই কমেছে বৃষ্টির পরিমাণ। তবে তার আগে বৃষ্টি চলেছে ভালই। বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরেই হচ্ছিল এই বৃষ্টি। নিম্নচাপের শক্তি ক্ষয় হওয়ায় এবং অবস্থানের পরিবর্তন হওয়ায় দুর্যোগ কেটে গিয়েছে। তবে গতকালও উপকূল এলাকায় ফুঁসছিল সমুদ্র। আজ সঙ্গে এবং রাতে আংশিক মেঘলা আবহাওয়া থাকবে। হুগলি জেলায় দিনের বেলায় আজ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪ কিলোমিটারের কাছাকাছি। 


সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ০৭ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ১৮ মিনিটে।


হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 


ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ফের বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে সেই আভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অবস্থান পরিবর্তন করার ফলে এবং শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হওয়ার ফলে কমেছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট।


আরও পড়ুন- জলখাবারে ফল খাওয়া কতটা উপকারি? কী কী সতর্কতা মেনে চলা প্রয়োজন?