নয়াদিল্লি :  ইন্ডিয়া নয় ঘমন্ডিয়া ! বিরোধী জোটের উদ্দেশে আক্রমণ শানাতে এবার নতুন শব্দবাণ নিক্ষেপ করলেন প্রধানমন্ত্রী ( Prime Minister Narendra Modi ) । মোদি তাঁর বিহারের NDA সাংসদদের ( NDA MPs )সামনে বিরোধী জোট  INDIA কে আক্রমণ করতে গিয়ে "ঘমন্ডিয়া" শব্দটি ব্যবহার করেন, যার মানে ঔদ্ধত্য, অহমিকা। 

সম্প্রতি, INDIA নামকরণ নিয়ে বিরোধী-জোটকে নানাভাবে বিদ্ধ করেছেন মোদি। UPA or United Progressive Alliance কি রিব্র্যান্ডিং করতেই এই নামকরণ, বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি এও বলেন, এখন অতীত রেকর্ডের উপর সাদাপ্রলেপ লাগাতে চেষ্টা করছে কংগ্রেস। 


মোদি বলেন, গরিবদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করেছিল ইউপিএ, তা লুকানোর জন্যই ইউপিএ থেকে ইন্ডিয়া নাম পরিবর্তন ! INDIA নামটি তাদের দেশপ্রেম দেখানোর জন্য নয় বরং দেশকে লুঠ করার উদ্দেশ্যে" । ভোটমুখী রাজস্থানে গিয়ে কিছুদিন আগে এমন মন্তব্য করেন মোদি। সে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপি-র হয়ে প্রচার করতে গিয়ে মোদি বলেন, "গরিব মানুষদের সঙ্গে অতীতে যে অন্য়ায়-অবিচার করেছে, তা ঢাকতেই UPA থেকে নাম পাল্টে INDIA করা হয়েছে। INDIA-কে ঢাল করে নিজেদের পুরনো অপকর্মগুলি ঢাকতে চাইছে কংগ্রেস।"


শুধু তা নয়, জোট নিয়ে বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে মোদি  বলেন, কংগ্রেস  দিশাহীন দল। সেই দল যারা সন্ত্রাসের সামনে নতজানু হয়েছিল, সেই সব অতীতকে ভোলাতেই INDIA নামকরণ।  


বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্দেশে আক্রমণ শানিয়ে মোদি বলেন,   "নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন না কারণ তার কম আসন ছিল কিন্তু তবুও বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী করেছে। এটি এনডিএ-র 'ত্যাগের ভাবনা' " । তিনি অকালি দলের প্রসঙ্গে টেনে এনে বলেন, এরা এমন জোটসঙ্গী যাঁরা নিজেদের স্বার্থের কারণে ছেড়ে চলে গিয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এনডিএ-ই একমাত্র একটি স্থিতিশীল সরকার প্রদান করতে পারে।


প্রধানমন্ত্রী মোদি সাংসদদের বলেন, কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে NDA government schemes বলে প্রচার করতে। সেই সঙ্গে দেশের উন্নয়নে  এনডিএ-র অবদানগুলিকে প্রচার এবং হাইলাইট করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবেন।  প্রধানমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কথা বলেন। সেই সঙ্গে মোদি সাংসদদের অপ্রয়োজনে কথা না বলার পরামর্শ দিয়ে বলেন, সুষমা স্বরাজ ভাল বক্তা ছিলেন, কিন্তু কথা বলতেন তখনই, যখন প্রয়োজন হত !  


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial