Hooghly Weather Update: দিনে রোদের তেজে হিটস্ট্রোকের সম্ভাবনা, আজ হুগলির তাপমাত্রা কেমন?

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Continues below advertisement

Hooghly Weather Update: আজ ৬ জুন, ২০২৩- মঙ্গলবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৮ শতাংশ। অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে আজ হাঁসফাঁস গরমে অসহনীয় অবস্থা তৈরি হবে। সকাল থেকেই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মাঝে মাঝে দেখা যাবে মেঘলা আকাশ। আবহাওয়ায় থাকবে ধোঁয়াশা। দিনের বেলায় যাঁরা বাড়ির বাইরে বেরোবেন তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা, সানগ্লাস, টুপি, জলের বোতল। প্রয়োজনে নরম সুতির ওড়না বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখুন। কারণ তীব্র রোদ থাকবে। রোদের তেজে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ দিনের আবহাওয়ায় হিট স্ট্রোকেরও সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার কিছু অংশে। রাতের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে অত্যধিক আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে আজ সন্ধেবেলায়। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৭ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৫ কিলোমিটারের কাছাকাছি। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার থেকে যে তাপমাত্রা বাড়বে সেই কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। 

Continues below advertisement

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৪টে ৫১ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ১৯ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়। 

আরও পড়ুন- 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি

Continues below advertisement
Sponsored Links by Taboola