Hooghly Weather Update: আজ ৮ জুন, ২০২৩- বৃহস্পতিবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে আজ হাঁসফাঁস গরমে অসহনীয় অবস্থা তৈরি হবে। সকাল থেকেই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মাঝে মাঝে দেখা যাবে মেঘলা আকাশ। আবহাওয়ায় থাকবে ধোঁয়াশা। দিনের বেলায় যাঁরা বাড়ির বাইরে বেরোবেন তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা, সানগ্লাস, টুপি, জলের বোতল। প্রয়োজনে নরম সুতির ওড়না বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখুন। কারণ তীব্র রোদ থাকবে। রোদের তেজে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ দিনের আবহাওয়ায় হিট স্ট্রোকেরও সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আবহাওয়া মেঘলা থাকবে। অত্যধিক আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে আজ রাতের বেলায়। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলাতেও বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮ কিলোমিটারের কাছাকাছি।
সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৪টে ৫১ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ২০ মিনিটে।
হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়।
সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে রাজ্যে (West Bengal)। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। ১১ জুন থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষা ঢুকবে উত্তর পূর্ব ভারতেও। এর ৪৮ ঘণ্টা পর বর্ষা ঢুকবে এরাজ্যে। উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। শুক্রবারের মধ্যে পূর্ব ভারত ও কেরলে ঢুকছে বহুকাঙ্খিত বর্ষা।আর রবিবারের মধ্যে উত্তরবঙ্গে তৈরি হবে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। সেদিন থেকেই রাজ্যে ভোলবদল করবে আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং সিকিমের ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার। কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া জেলায়।
আরও পড়ুন- প্রাকৃতিক উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেলের সমস্যা? রোজের মেনুতে রাখুন এই খাবারগুলি