সঞ্চয়ন মিত্র ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast)। চৈত্রের শুরুতেই কালবৈশাখির ভ্রূকুটি কলকাতা সহ একাধিক জেলায় (Rain In Kolkata)। রয়েছে বজ্র বিদুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কবে থেকে কোন কোন জেলায় বদলাবে আবহাওয়া, জানাল আবহাওয়া দফতর (Meteorological Department)।
চৈত্রের শুরুতেই কলকাতা-সহ বঙ্গের একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস
চৈত্রের শুরুতেই আবহাওয়ায় বদল নজরকাড়া। শনিবার রাতের মধ্য়েই চেহারা বদলাবে আকাশ। আগামী ২৪ ঘণ্টার মধ্য়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
মার্চ মাসের শুরু থেকেই রাজ্য়ের বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েছে অস্বাভাবিকভাবে। সকাল থেকেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার বাড়তে পারে দমকা হাওয়ায় প্রবণতা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা বেশি। সোমবার থকে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
আরও পড়ুন: Lok Sabha Polls 2024: কোন ইস্যু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ?
অন্য়দিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ রাজ্য়ের একাধিক জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। অন্য়দিকে শুক্রবার বৃষ্টিপাতের জেরে বেকবাগানে রাস্তার ওপর উপড়ে পড়ে একটি গাছ। যার ফলে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহবিদ শ্রীমন্ত হালদার বলেন, 'আজ ১৬ মার্চ। উত্তরবঙ্গের জন্য আগামী চারদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃষ্টির সম্ভাবনা নেই। পঞ্চম দিনে অর্থাৎ ২০ মার্চ, বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দু-একটি স্থানে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী তিন দিন সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে, অর্থাৎ ১৯ তারিখে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ তারিখেও একাধিক স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।