বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


আরও পড়ুন ; প্রবল বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণও কি ভাসবে ?


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্র- ৩৪ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি- বিকেলের দিকে মেঘলা আকাশ।


বাতাস- ৯ কিমি/ঘণ্টায়


আর্দ্রতা - ৬৬ শতাংশ


সূর্যোদয়- ৫টা ২১ মিনিটে


সূর্যাস্ত- ৫টা ৫৩ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২ কিমি।


বঙ্গের আবহাওয়া-


মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা ( Heavy Rain Alert ) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Met Office )  । আগামী সোমবার পর্যন্ত ভাসতে পারে উত্তরবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সুখবর নেই। থাকবে ভ্যাপসা অবস্থাই। তবে গরমের দাপট একটু একটু করে কমবে বলেই মনে করা হচ্ছে। 


উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ( Hill region )  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিমেও। কিছু জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের ওপর। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার,  কোচবিহার , জলপাইগুড়ি , উত্তরের এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন । এছাড়া দিনাজপুরেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টি সিকিমেও। 

দক্ষিণবঙ্গও কি ভাসবে ?
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।