বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩৭ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৪ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- সকালে মেঘলা আকাশ


বাতাস- ১৩ কিমি/ঘণ্টা


আর্দ্রতা - ১৬ শতাংশ


সূর্যোদয়- সকাল ৫টা ২৬ মিনিট


সূর্যাস্ত- ৫টা ৫৫ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।


এপ্রিল-জুনে গরমে নাজেহাল হবে ভারত ?


কখন বেশি গরম : এই বছরের এপ্রিল থেকে জুন মাসে প্রবল তাপপ্রবাহ দেখা যাবে ভারতে। ভারতের আবহওয়া দফতর (India Meteorological Department) এমনটাই পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি হবে তাপপ্রবাহ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং হাতেগোনা কিছু কিছু এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই প্রবল তাপপ্রবাহ অনুভূত হবে। 


সমতলের ক্ষেত্রে তখনই তাপপ্রবাহ চলছে বলা হয় যখন। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। অথবা স্বাভাবিকের থেকে অন্তত সাড়ে চার ডিগ্রি বেশি থাকে তাপমাত্রা। উপকূলের ক্ষেত্রে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে, পার্বত্য এলাকার ক্ষেত্রে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে তাপপ্রবা হয়েছে বলে বলা হয়ে থাকে। এপ্রিলেই বিহার., ঝাড়খণ্ড, উত্তর প্রদেশে পূর্বদিক, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু এলাকা, ছত্তীসগঢ়ের উত্তরভাগ, মহারাষ্ট্রের পশ্চিমভাগ, পঞ্জাব ও হরিয়ানা, গুজরাতে তাপপ্রবাহ চলেছে। 


গত দুই দশক ধরেই ভারতে তাপপ্রবাহের ঘটনা বৃদ্ধির ছবি দেখা যাচ্ছে। এই নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে The Lancet জার্নালে। গত অক্টোবরে প্রকাশিত ওই প্রবন্ধে লেখা হয়েছে,  ২০০০-২০০৪ থেকে ২০১৭-২১ সালের মধ্যে ভারতে গরমের কারণে মৃত্যুর ঘটনা ৫৫ শতাংশ বেড়েছে। এই নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।