বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-


সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩১ ডিগ্রি সেলসিয়াস


সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ১৬ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- রোদ ঝলমলে আকাশ


বাতাস- ১২ কিমি/ঘণ্টা


আর্দ্রতা - ২৭ শতাংশ


সূর্যোদয়- সকাল ৬টা ১৫ মিনিট


সূর্যাস্ত- ৫টা ৩০ মিনিটে


দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -


সর্বোচ্চ তাপমাত্র- ২৭ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ কিলোমিটার।


বঙ্গের আবহাওয়া-


কলকাতায় আজও ২০ ডিগ্রির ওপর পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু’- এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপর ধীরে ধীরে বিদায় নেবে শীত।


পারদের ওঠানামা অব্যাহত:  ভালবাসার মরসুমে খামখেয়ালি আবহাওয়া (Weather Update)। ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) পর্যন্ত চলবে পারদের ওঠানামা। ঘন কুয়াশার জেরে ফের ব্যাহত হল সাগরে ভেসেল পরিষেবা। ভোর সাড়ে ৫টা থেকে বন্ধ ছিল পারাপার। কাকদ্বীপের লট এইট ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতেই, সকাল ৮টা থেকে ফের শুরু হয় পারাপার।


খামখেয়ালি আবহাওয়া: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মিলছে না। রাজ্যে আজও ঊর্ধ্বমুখী পারদ।  গতকালের থেকে সামান্য বাড়ল তাপমাত্রা। সারা সপ্তাহ উচ্চ তাপমাত্রা ভোগালেও শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। ফলে হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।