নাগপুর: আজ থেকে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS 1st Test) টেস্ট সিরিজ শুরু হল। প্রথম টেস্টে ভারতীয় একাদশ কেমন হবে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টেস্ট অভিষেক ঘটবে কি না, সেই নিয়েও প্রবল জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা শেষ হল। বহু অপেক্ষার পর নাগপুরেই লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার যাদব। তবে শুধু সূর্যকুমার যাদব নয়, এই টেস্টেই অভিষেক ঘটাচ্ছেন কেএস ভরতও (KS Bharat)।


যুগ্ম অভিষেক


ভরত এর আগে ভারতের হয়ে এর আগে এক ম্যাচে ঋদ্ধিমান আহত হওয়ায় পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমেছিলেন বটে, তবে টেস্ট অভিষেক ঘটাননি তিনি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পরে বর্তমানে শয্যাশায়ী। তাই তাঁর বদলে ভারতীয় দলে কিপার হিসাবে কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন কেএস ভরত। চেতেশ্বর পূজারা ভরতকে তাঁর টেস্ট ক্যাপ দেন। অপরদিকে, সূর্য সাম্প্রতিক সময়ে অনবদ্য ফর্মে রয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি উঠছিলই। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফর্মে থাকা সূর্যকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন।


 






 






একাদশে তিন স্পিনার


সেইমতোই আহত শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ভারতীয় মিডল অর্ডারে সুযোগ পেলেন সূর্য। রবি শাস্ত্রীর হাত থেকে তিনি টেস্ট ক্যাপ পান। প্রসঙ্গত, ভারতীয় একাদশে প্রথম টেস্টের জন্য তিন স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে। রবীন্দ্র জাডেজা, আর অশ্বিনের পাশে একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর পটেলও। তবে শুভমন গিল একাদশে সুযোগ পাননি। রোহিত সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। নাগপুর টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।  


আরও পড়ুন: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কামিন্সের, টেস্ট অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার