ঝিলম করঞ্জাই, কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি (Heat Wave Update)। তারপর ঘুচতে পারে দহনজ্বালা (Weather Update)। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু পার্বত্য এলাকায়। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: চৈত্রের শেষলগ্নে গরমে নাজেহাল রাজ্যবাসী। একাধিক জেলায় বইছে লু। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী দু-তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
তাপপ্রবাহের সতর্কতা
- বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে।
- শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনা।
- শনিবার পুরুলিয়া, বাঁকুড়া সহ দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস: রবিবার ঝড় বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
- দিনকয়েক আগেই টর্নেডোর ভয়াবহতা দেখেছে উত্তরবঙ্গবাসী। ফের উত্তরের জেলাগুলিতে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা।
- শুক্রবার ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
- শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে।
কলকাতার আবহাওয়া: কলকাতা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের