Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের

ISF Noushad Siddique: ভেস্তে গিয়েছে বামেদের সঙ্গে জোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে ISF।

Continues below advertisement

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বামেদের সঙ্গে জোটে 'না' আইএসএফের (ISF)। লোকসভা ভোটে (Loksabha Election 2024) আলাদা লড়ার ঘোষণা করলেন নৌশাদ সিদ্দিকি। ISF বিধায়কের অভিযোগ, জোট চেয়েছিলাম, বামেরাই জোট করল না। কংগ্রেস ভিলেন বলেও কটাক্ষ করেছেন তিনি।

Continues below advertisement

আলাদা লড়ার ঘোষণা: ভেস্তে গিয়েছে বামেদের সঙ্গে জোট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে ISF। জানালেন নৌশাদ সিদ্দিকি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই দাঁড়াচ্ছেন কি না, তা স্পষ্ট করেননি ভাঙড়ের বিধায়ক। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে নৌশাদের প্রার্থী না হওয়ার সম্ভাবনাই প্রবল। জোট ভাঙার দায় কার্যত বামেদের ঘাড়েই চাপিয়েছেন নৌশাদ সিদ্দিকি। জানিয়েছেন, যাদবপুর, শ্রীরামপুর-সহ একাধিক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে ISF। 

কী জানালেন নৌশাদ? 

"আসন সমঝোতা করতে করতে এখন শ্রীরামপুরে এসে দাঁড়িয়েছে। বামেরা যদি বলে সবটাই তুলে নিতে হবে, তাহলে আমাদের আটটাই তুলে নেওয়া দরকার। যোগ্য়তা কি শুধু পড়াশোনা দিয়ে মূল্যায়ন হয়? যারা শ্রমজীবী, শ্রেণি সংগ্রামের কথা বলে, তাদের তো উচিত পিছনের সারি থেকে যারা উঠে আসছে তাদের জায়গা করে দেওয়া। জোট ভেঙে যাওয়ার জন্য সবথেকে বেশি দায় বামেরাই। কংগ্রেস প্রথম থেকে ভিলেন। জোট ভাঙার দায় নিতে হবে বামেদেরই।''

ক্ষোভের সুর নৌশাদের: গতকালও একইভাবে ঘোভ উগরে দিয়েছিলেন ISF বিধায়ক। গতকাল তিনি বলেছিলেন, "সিপিএমের সঙ্গে জোট করে দাঁড়াব, বা সিপিএমের সমর্থন নিয়ে দাঁড়াব বা কংগ্রেসর সমর্থন নিয়ে দাঁড়াব, এটা বলিনি তো? কিন্তু ওনারা ডায়মন্ড হারবারকে নিয়ে সহমর্মিতা দেখাচ্ছেন, যে উদ্দীপনা দেখাচ্ছেন, বাকি ৪১ টা সিট নিয়ে দেখাচ্ছেন না কেন? এখানে কী রসায়ন কাজ করেছে? এটাও তো আমাদেরকে ভাবাচ্ছে।'' শুধু তাই নয়, "লেফ্ট কংগ্রস চাইনি, যদি তারা চাইত, কংগ্রেস তো শুরু থেকেই চাইছে না। লেফ্টের কিছু মনোভাব থাকলেও, তারাও চাইছে না এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অবিজেপি, অতৃণমূল শক্তি একসাথে লড়াই করুক। যদি তারা চাইত, তাহলে আইএসএফকে ১৪ থেকে নামিয়ে ৭ এসে দাঁড়িয়েছে তাঁদেরকে সম্মানজনক জায়গা থেকে জোটটা তৈরি করত।'' এই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটার আগে সাফ জানিয়ে দিলেন জোটের পথে হাঁটছে না তার দল। লোকসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা করলেন ISF বিধায়ক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mahua Moitra: 'বিজেপির দরজা খোলা, না এলে এবার তিহাড়' আক্রমণাত্মক মহুয়া

Continues below advertisement
Sponsored Links by Taboola