ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুরঃ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু দফায় দফায় বৃষ্টি (Heavy Rain in South Bengal)। শুক্রবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা (East Midnapore Distrcit) উপকূল এলাকায়ও ভারী বৃষ্টির (Heavy Rain) শুরু হয়েছে। তারই প্রভাব পড়েছে পর্যটনেও (Tourism)। দীঘায় নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির জল এবং ড্রেনের জল ছাপিয়ে হোটেলের ভিতরে ঢুকছে। পরিস্থিতি এমনই জায়াগায় পৌঁছেছে যে, পর্যটকদের হোটেলের নিচতলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন, বারবার তলবেও বেপাত্তা নূপুর ! বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস কলকাতা পুলিশের
মূলত পুরনো দিঘা শ্রেয়শী ও পার্শ্ববর্তী হোটেল গুলিতে যে সমস্ত রুমগুলিতে পর্যটকরা ছিলেন, তাঁদেরকে দোতালায় নিয়ে যাওয়া হয়েছে। এবং নিচতলার বিদ্যুৎ পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে এহেন পরিস্থিতি দেখে, ফরেস্ট বাংলো হোটেল গুলিতে কার্যত হতবাক পর্যটকরা। প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে চলতি বছরে একের পর প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। বৃষ্টির জল বেড়ে হড়কা বান হোক, কিংবা 'ম্যান মেড বন্যা'-র মতো বিতর্কিত ইস্যু, সবেতেই ক্ষতির মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ। তাই এবার আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন। ইতিমধ্যেই তাই , লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্য়ে বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে নদী। তার উপর ব্যারেজের জল ক্যাটালিস্টের কাজ করছে।
এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও অবস্থা শোচনীয়। কোথাও প্রায় হাঁটু সমান জল। কোথাও আবার জল ঢুকেছে বাড়িতে। বাদ যায়নি দোকানও। তার মধ্যেও ঢুকেছে জল। রাস্তা দিয়ে যেন নদীর স্রোত বইছে। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। সবথেকে খারাপ অবস্থা ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায়। বাড়ি থেকে বেরোলেই হাঁটু সমান জল।
তা পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে বাসিন্দাদের। সাইকেল থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে এলাকাবাসীদের। স্থানীয়দের অভিযোগ, বেহাল নিকাশির জন্যই প্রতিবছর বর্ষায় এই জল-যন্ত্রণা। যদিও জল থই তই অবস্থার দায় অবশ্য নিজেদের ঘাড়ে নিতে রাজি নয় তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার তেমনটাই মত প্রকাশ করেছেন।