কলকাতা : তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি কলকাতায়। কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি নামল, সঙ্গে ঝড়ো হাওয়া। আনন্দপুর, সল্টলেক, লেকটাউন-সহ বিভিন্ন এলাকায় বৃ্ষ্টি চলছে। তবে, এই বৃষ্টিতেও মিলবে না স্বস্তি। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে।
সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সঙ্গে গুমোট গরম। একেবারে হাঁসফাঁস অবস্থা যাকে বলে। চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টির জন্য কার্যত অপেক্ষায় গোটা রাজ্য। অবশেষে বৃষ্টি নামল কলকাতা ও সংলগ্ন এলাকায় । দুপুরেই কার্যত আঁধার নেমে এল। শুরু হল মুষলধারে বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর থেকে কিছু আগেই বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছিল। সেইমতোই বৃষ্টি নামল। সঙ্গে ঝড়ো হাওয়া।
তবে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave Prediction) সতর্কতা থাকছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবিবারে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। যদিও উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। শিলিগুড়ি বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।
প্রসঙ্গত, প্রত্যাশিত সময়ের সাতদিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকেছে বর্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতেও মৌসুমী বায়ু ঢুকবে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে বর্ষা প্রবেশ সাধারণত হয় ৭ জুন। এদিকে, ইতিমধ্যে উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। বাংলায় এবার সামান্য দেরিতে বর্ষার আগমন হচ্ছে।