সুদীপ চক্রবর্তী ও সঞ্চয়ন মিত্র, উত্তর দিনাজপুর: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে (North Dinajpur) বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির (heavy rainfall) পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এক দফা ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

আচমকা শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত উত্তর দিনাজপুর

আচমকাই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। বেশ কয়েকটি গ্রামে বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল ধান, ভুট্টা ও শাক সবজি। ব্যাপক বৃষ্টির দাপটে প্রাণ গিয়েছে একজনের। মৃতের নাম সুধীর বিশ্বাস।

রবিবার দুপুর সোয়া দুটো নাগাদ আচমকাই শিলাবৃষ্টি শুরু হয়। সব লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বেশ কিছু গ্রামে। ইসলামপুর শহর এলাকায় তেমন কোনও ক্ষতি না হলেও ইসলামপুর ব্লকের মজুমদার পাড়া, শুকনাভিটা, দাড়িভিট সহ বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। ব্যাপক ক্ষতির মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ভুট্টা,  ধান ও শাকসবজি সহ অন্যান্য ফসল। সকলেই এখন তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে।

উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে ফের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে ফের রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার সার্বিক পূর্বাভাস

আজ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। এরপরেও আরও বেশ কিছুক্ষণ এই হারে বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। সঙ্গে কোথাও ৩০ থেকে ৪০ কিমি তো কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

গোটা উত্তরবঙ্গে বিগত বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে। আজও হয়েছে। আগামী কয়েকদিনও পরিস্থিতি বিশেষ বদলাবে না। গরম খুব একটা থাকবে না। এভাবেই মাঝে মাঝে বৃষ্টি চলবে। 

আরও পড়ুন: Hooghly News: চন্দননগরে ধস মেরামতি করতে গিয়ে দেখা মিলল সুড়ঙ্গর, কী রয়েছে সেখানে?

অন্যদিকে দক্ষিণবঙ্গে চিত্রটা একেবারেই উল্টো। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মাত্রাতিরিক্ত না হলেও গরম থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘর্মাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে।