Weather Update: এখনও বৈশাখ মাস শুরু হয়নি। চৈত্রের দাবদাহেই মাঝে মাঝে অবস্থা অসহনীয় হয়ে উঠছে। তীব্র গরমে টেকা দায়। মার্চ মাস শেষ হওয়ার আগেই যেভাবে গরম পড়েছে, তাতে রীতিমতো ভয় ধরে যাচ্ছে আমজনতার মনে। আগামী মাসগুলিতে তাপমাত্রা ঠিক কতটা চড়তে পারে, তার আন্দাজ করেই আতঙ্কিত সকলে। এর মধ্যেই ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি কলকাতা কর্তৃপক্ষ। তবে এরপর আর তাপমাত্রা সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি বেশিই থাকবে। বর্তমানে আবহাওয়া উষ্ণই থাকবে এই এলাকায়। 

অন্যদিকে উত্তরবঙ্গে (পশ্চিমবঙ্গের মধ্য হিমালয় অঞ্চলে) আগামী ২ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে আইএমডি কলকাতা। এছাড়া আগামী ৩ দিনে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হবে না ওই অঞ্চলে। অর্থাৎ শুধু দক্ষিণবঙ্গে নয় তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। 

গত সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস ছিল বঙ্গে। সব জেলায় বৃষ্টি না হলেও বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছিল ভাল পরিমাণেই। আর এর প্রভাবে অন্যান্য জেলাতেও একধাপে কিছুটা কমেছিল তাপমাত্রা। তবে ফের গতকাল থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। একলাফে অনেকটাই চড়েছে পারদ। আগামী কয়েকদিনেও উষ্ণতা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অতএব সপ্তাহ শেষে গরম যে বাড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই রাস্তাঘাটে বেরোলে হিট স্ট্রোক এড়াতে সাবধানে থাকুন। প্রয়োজনীয় সতর্কতা নেওয়া প্রয়োজন। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামীকাল হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হট-ডে পরিস্থিতি। তাপমাত্রা বাড়বে; তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার। উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মার্চের শেষে ফেল প্রবল গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মাঝ চৈত্রেই হট ডে পরিস্থিতির হতে পারে রাজ্যের দুই জেলায়।