কলকাতা : এগিয়ে আসছে বর্ষা (Monsoon) । সময়ের আগেই ঢুকবে আন্দামানে (Andaman)। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন বার্তা জানাল মৌসম ভবন।


ভারতের আবহাওয়া বিভাগ (INDIA METEOROLOGICAL DEPARTMENT) পূর্বাভাস দিয়েছে,  দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে শিগগিরিই। আবহাওয়া অফিসের মতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রবিবার, ১৫ মে প্রথম মৌসুমী বৃষ্টিপাত হতে পারে।  আবহাওয়া দফতর সূত্রে ভারতের আবহাওয়া বিভাগ এখানে একটি বিবৃতিতে বলা হয়েছে, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর  ১৫ মে  দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে''। IMD-এর অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, সাধারণত, মৌসুমী ১৫ মে নিকোবর দ্বীপপুঞ্জের উপর অগ্রসর হয় এবং ২২ শে মে আন্দামান দ্বীপপুঞ্জের চরম উত্তর বিন্দু মায়াবন্দর পার করে,"। 


মহাপাত্র আরও জানান যে আবহাওয়া অফিস আগামী কয়েকদিনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী পাঁচ দিনে কেরালা-মাহে এবং লক্ষদ্বীপে বজ্রঝড়, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি ভারী  বৃষ্টিপাত হবে।  


কলকাতার আবহাওয়া :
চরম তাপপ্রবাহের পর কলকাতায় স্বস্তি দিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। মাঝে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দফায় দফায় বৃষ্টি হয় বঙ্গে। শুক্রবার সন্ধেতেও ঝড় ঝঞ্জা ও বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু এই মুহূর্তে  কলকাতার জন্য তেমন কোনও সুখবর নেই। আপাতত গরম কমার লক্ষণ নেই বঙ্গে। আগামী কদিন তীব্র গরমই থাকবে শহর জুড়ে। সঙ্গে অতিরিক্ত জলীয় বাষ্পে দুর্ভোগ চরমে উঠবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।