কলকাতা: বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। অষ্টমীর পর নবমীতেও বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া, এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গতকাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় লোকজন কম, পুজোর আনন্দ অনেকটাই মাটি। তবে দক্ষিণবঙ্গে আগামীকালের পর থেকে কমবে বৃষ্টি। অন্যদিকে, বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


দার্জিলিং-এ বর্ষা: দার্জিলিংয়ে বর্ষা মে-র শেষ থেকেশুরু হয়।  এই সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হলেও শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক ।  আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান। 


আজ দার্জিলিং-এ








বৃষ্টিপাত: 61%
আর্দ্রতা: 88%
বাতাস: 5 কিমি/ঘন্টা

 

মালদায়: ৪ অক্টোবর মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


নবমীর আনন্দে বাদ সাধতে পারে বৃষ্টি। আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকাল থেকেই জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল ৮ টার আবহাওয়া বলছে, জেলার বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯৪ শতাংশ। ১৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ইতিমধ্যেই ২৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকবে জেলায়। ফলে বাতাসে আদ্রতা বেশি থাকলেও গরমে নাভিশ্বাস ওঠার সম্ভাবনা কম।


South Dinajpur Weather update:  একই পরস্থিতি হতে পারে দক্ষিণেও। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সকালে জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১১কিলোমিটার। হাওয়া অফিস বলছে, আজ দক্ষিণে সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে নবমীতে বৃষ্টির আশঙ্কায় পুজোয় ঘোরা মাটি হতে পারে জেলাবাসীর। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। 


 আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  মহিষাসুর নয়, এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি। নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  দশমী পর্যন্ত পুজো জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। অষ্টমী’তে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।  নবমী, দশমীতে হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে।  দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।