কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার কোস্টগার্ডকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটকেও। কোস্টগার্ডের তরফে মৎসজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎসজীবীদের সমুদ্র থেক ফেরাতে আকাশপথে নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড।
বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানানো হয়েছিল। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বইতে পারে তীব্র ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
একটা দুর্যোগ। এতগুলো প্রাণহানি। এখনও বহু জায়গায় জল যন্ত্রণার করুণ ছবি। একটা বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে সামলে উঠতে পারেনি কলকাতা। এরমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে আরও দুই নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। তা ক্রমশ সরে যাবে ওড়িশা উপকূলের দিকে। তার জেরে, রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওইদিনই বঙ্গোপসাগরে তৈরি হবে, আরও একটি ঘূর্ণাবর্ত।
তার অভিমুখ উত্তরে, অর্থাত্ এরাজ্যের দিকে। নতুন ঘূর্ণাবর্তের কারণে, সোমবার দুই মেদিনীপুর, ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন, অর্থাত্, মঙ্গলবার, দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা,হাওড়া,হুগলি, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে, উপকূল এলাকায়, ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে কোস্ট গার্ডকে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। মৎসজীবীদের ফেরাতে আকাশপথে নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। শুক্রবার, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে প্রশাসনের তরফে মাইকে সতর্ক করা হয়।