কলকাতা: কেমন কাটবে চলতি বছরের গরমকাল (Summer 2024) ? এল নিনো কতটা প্রভাব ফেলবে গ্রীষ্মকালীন আবহাওয়ায়? তাপপ্রবাহ কী বাড়বে? এসব প্রশ্নের দিক নির্দেশ করল মৌসম ভবন। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মের লং রেঞ্জ ফোরকাস্ট জানাল আবহাওয়া দফতর (Weather Office)।


চলতি বছর গরম বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। সারা দেশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালীন পূর্বাভাসে এমনটাই জানাল মৌসম ভবন। সর্বোচ্চ তাপমাত্রাও দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উত্তর-পশ্চিম ভারত উত্তর-পূর্ব ভারত এবং উপকূলের এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা।


এবারে তাপপ্রবাহের সংখ্যা বেশি থাকবে। বিশেষত মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে সেই সম্ভাবনা বেশি। তবে উপকূলের এলাকা গুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই সময় নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা বেশি থাকবে বলেই, এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মার্চে।


প্রসঙ্গত, সারা দেশেই দূষণের আধিক্যের ক্রমাগত তাপমাত্রা বেড়ে চলেছে। বিশেষ করে মাটির নিচে থাকা কার্বনেট মিনারেলই এই তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ি। মূলত সূর্যের থেকে তাপ বিকিরণ হবার পর অনেকক্ষেতেই তা আর প্রতিফলিত হয়ে ফিরে যায় না। কিছু তাপ ধরে রাখে ওই পদার্থ। যা ক্রমগত পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। তবে শুধু এই কারণটাই নয়, অতিরিক্ত পরিমাণে গাছ কাটা, এসি ব্যবহারের ফলে মিথেন আধিক্যে দূষণ বেড়েছে। আর সেটাও পরোক্ষভাবে তাপমাত্রা বাড়িয়েছে। 


আরও পড়ুন, পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনে কংগ্রেস-সিপিএমের সঙ্গে TMC-র হাতাহাতি, উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর


অপরদিকে, এদিন  আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসও দিয়েছেন। তিনি বলেন, বিশেষ করে আজকে দার্জিলিং-কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক রয়েছে। আশা করা হচ্ছে, আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিকিমে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরশু অর্থাৎ সোমবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।