কলকাতা, সঞ্চয়ন মিত্র : গরমের আতঙ্কে এগিয়ে এসেছে ছুটি। অনেক স্কুল আবার অন লাইনে ক্লাস শুরু করেছে। আবার গরম পড়বে কবে, আশঙ্কায় দিন গুনছেন সকলে। এই পরিস্থিতিতে সুখবর, এখনই আবার জাঁকিয়ে গরম পড়ছে না। বরং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে
আবহাওয়া দফতর সূত্রে খবর, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন :
জল বারবার খেতে ইচ্ছে করে না? চাহিদা মেটাতে এই নিয়মগুলি মেনে চলুন
তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত
অন্যদিকে, বুধবারই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কালই এটি নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেখানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। সতর্কতা হিসেবে মত্স্যজীবীদের আগামীকালের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নিম্নচাপ কতটা শক্তিশালী হয় সেই পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া দফতর।
জেলায় জেলায় কালবৈশাখী
মঙ্গলবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় বেশ কয়েকটি জেলায়। মুর্শিদাবাদের সুতিতে বাজ পড়ে মৃত্যু হয় এক মত্স্যজীবীর। পাশাপাশি, মালদার হবিবপুরে তাণ্ডব চালায় কালবৈশাখী । মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা, হুগলি, বীরভূম ও নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে সকালের দিকে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।