কলকাতা: ৭০ বছরের রেকর্ড ভেঙে গতকাল কলকাতার তাপমাত্রা (Kolkata Heat Wave Situation) ছিল ৪৩ ডিগ্রি। আজ বেলা ১২টাতেই ৪৩ ছুঁয়ে ফেলল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (Weather Forecast)। আর এই আবহে তুঙ্গে বাড়ছে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা। পাশাপাশি ফাঁকা শহরের প্রাণকেন্দ্র। প্রবল গরমে গলা ভেজাতে সরবতের দোকানেও চাহিদা তুঙ্গে।
বাড়ছে চাহিদা: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে AC বিক্রি। নতুনের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড AC-র চাহিদাও তুঙ্গে। এক থেকে দেড়টনের সেকেন্ড হ্যান্ড AC চাঁদনি চকে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। চাহিদা এমন যে, জোগান দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না বিক্রেতারা। পাশাপাশি ধর্মতলায় সরবতের দোকানেও চাহিদা তুঙ্গে। বেলা ১২টাতেই কলকাতার তাপমাত্রা ৪৩ ছুঁয়েছে। ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট-সহ শহরের প্রাণকেন্দ্রগুলিতে রাস্তাঘাট ফাঁকা। সকালের দিকে এবং সূর্য ডোবার পর ভিড় জমছে সরবতের দোকানে। চাঁদিফাটা গরমে চাহিদা বাড়ছে বরফেরও। ফুটপাতের সরবতের দোকান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁয় চাহিদা তুঙ্গে। কিন্তু চাহিদার তুলনায় জোগান কম থাকায় দাম বাড়ছে বরফের।
কোথায় কেমন আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া, আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪৩-এ উঠেছিল। ৭০ বছর পর, এপ্রিলে কলকাতার পারদ ৪৩ ছুঁয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গেও। রবি ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তারিখ | সতর্কতা | জেলা |
০১.০৫.২৪ | লাল সতর্কতা | বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে |
০১.০৫.২৪ | কমলা সতর্কতা | দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলা |
০২.০৫.২৪ | লাল সতর্কতা | বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান |
০২.০৫.২৪ | কমলা সতর্কতা | বাকি সব জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি |
০৩.০৫.২৪ | কমলা সতর্কতা |
তীব্র তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়,' ফের আক্রমণে মমতা