সঞ্চয়ন মিত্র, কলকাতা: নির্ধারিত সময়ের চারদিন আগেই বঙ্গে পা রাখল বর্ষা (Monsoon)। উত্তরবঙ্গে (North Bengal) ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহা (Coochbehar)। তবে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 


বঙ্গে এল বর্ষা: উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় শুক্রবারই ঢুকে পড়েছে বর্ষা। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


দক্ষিণবঙ্গে কবে বর্ষা? উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে। এদিকে প্রবল গরমে ফুটছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এবার বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে, তারই প্রতীক্ষায় বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


আগেই বর্ষা অনুমান: পশ্চিমবঙ্গে যে আগেই বর্ষা ঢুকে পড়বে সেটা আগেই বলেছিলেন আবহাওয়াবিদরা। মে মাসের মাঝামাঝি আন্দামান সাগরে ঢুকেছে বর্ষা। কেরলেও নির্ধারিত সময়েরক আগেই ঢুকে পড়েছিল বর্ষা। ফলে বাংলাতেও আগে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন।  নির্ধারিত সময়ের চারদিন আগে কেরলে ঢুকেছিল বর্ষা। আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা ও একাধিক জেলায় প্রবল প্যাচপেচে গরম চলছে। গরমের সঙ্গেই প্রবল আর্দ্রতা থাকায় অস্বস্তিসূচকও বেশ উপরের দিকে। সামান্য হাঁটলেই ঘামে নাস্তানাবুদ হতে হচ্ছে বাসিন্দাদের। দুই মেদিনীপুরেও প্রবল গরম অনুভূত হচ্ছে। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। 


কদিন আগেই অশনির দাপটে ত্রস্ত ছিল বাংলা। যদিও বাংলার উপর পৌঁছয়নি অশনি। কিন্তু তার পিছু পিছুই বর্ষা ঢুকে পড়বে কিনা তা ভাবা হচ্ছিল। সেই সময়টা রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তারপর ফের ফিরেছিল গরম ও অস্বস্তি। এবার অবশেষে উত্তরবঙ্গে ঢুকল বর্ষা। অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গ। 


সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে বানভাসি হয়েছে অসম। টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জল উপচে ভেসেছিল বিস্তীর্ণ এলাকা। গুয়াহাটি, কাছাড় জেলা, হাফলং, নিউ কুনজুং, ফিয়াংপুই, মউলহই, মহাদেব টিলা, নর্ত বাগেটার--এরকম একাধিক জায়গার পরিস্থিতি ভয়াবহ হয়েছিল। এখন অবশ্য তুলনায় উন্নতি হয়েছে অসমের বন্যা পরিস্থিতির।