Oukitel WP1 9 Launch: একেবারে হতবাক করার মতো বিষয়, স্মার্টফোনে ২১,০০০ এমএএইচের ব্যাটারি! সম্প্রতি চিনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি এনেছে Oukitel WP19 । যাতে বিশাল ব্যাটারি ক্ষমতার পাশাপাশি রয়েছে জল প্রতিরোধী ক্ষমতা।
 
Oukitel WP19: ৯৪ দিনের ব্যাকআপ দেবে ব্যাটারি 
কোম্পানির দাবি, ব্যাটারিটি 94 দিনের (2252 ঘণ্টা) ব্যাকআপ দিতে সক্ষম। এ ছাড়াও ডিভাইসটিতে 27W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।তবে এই প্রথমবার বড় ব্যাটারি নিয়ে পরীক্ষানীরিক্ষা করছে না  Oukitel। অতীতেও এই ধরনের কাজ করেছে কোম্পানি। ব্যাটারি লাইফ নিয়ে 2021 সালের অগাস্টে Oukitel Oukitel WP15 চালু করেছিল। যাতে 15,600mAh-এর ব্যাটারি ছিল। এবার  21,000mAh ব্যাটারি সহ Oukitel WP 19কে সেই ফোনের নতুন সংস্করণ হিসাবে লঞ্চ করেছে। 


Oukitel WP19: এর দাম কত রাখা হয়েছে ?


Oukitel WP19 বর্তমানে চিনে পাওয়া যাচ্ছে। এটি কখন বিশ্ববাজারে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। এই ফোনটি এখন চিনে AliExpress এর মাধ্যমে 742 মার্কিন ডলার বা 57,554 টাকায় কেনা যাবে।


Oukitel WP19: কী বৈশিষ্ট্য রয়েছে ফোনে ?


Oukitel WP19 একটি ভারী ও মজবুত ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে পাবেন একটি 6.78-ইঞ্চি FHD+ ডিসপ্লে যাতে 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এটি মিডিয়াটেক সোর্স Helio G95 চিপসেটে চলে। যা 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত।


Oukitel WP19: এই ফোনটি ওয়াটারপ্রুফ


এই ডিভাইসে IP68/IP69 রেটিং রয়েছে। এটি MIL STD 810G মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন-সহ আসে। যা এটিকে ধুলো ও জলরোধী করে তুলেছে। এই ফোনে আকর্ষণের কেন্দ্রে রয়েছে ডিভাইসটির পাওয়ার হাব। একটি বিশাল 21,000mAh ব্যাটারি প্যাক রয়েছে ফোনে। যা 27W ওয়াটের দ্রুত চার্জারের মাধ্যমে ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় 4 ঘণ্টা সময় নেয়।।


Oukitel WP19: একটি 64 এমপি ক্যামেরাও রয়েছে ফোনে


এই ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সিস্টেমে 64MP প্রাইমারি সেন্সর, 2MP ম্যাক্রো ক্যামেরা ও 20MP সনি নাইট ভিশন আইআর মডিউল রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে 16MP ফ্রন্ট শুটার রয়েছে। Oukitel WP19 সর্বশেষ অ্যান্ড্রয়েড 12 মোবাইল অপারেটিং সিস্টেমে চলে।


আরও প়়ড়ুন: iPhone 11 Update: আইফোন ১১ এখন অবিশ্বাস্য দামে, জেনে নিন দাম ও স্পেকস