সঞ্চয়ন মিত্র, সুদীপ চক্রবর্তী ও আবির ইসলাম, কলকাতা: আরও ৪৮ ঘণ্টা কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি হতে পারে আগামী ৩ দিন। পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আগামীকাল দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা শক্তিশালী হলে পরিণত হতে পারে নিম্নচাপে (Depression)। 


স্বস্তির ধারাপাত দক্ষিণবঙ্গ জুড়ে। আকাশ কালো করে মেঘ। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়া হাওয়া। স্বস্তি পেল শহর। কলকাতা তো বটেই, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।  


উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুরে তুমুল বৃষ্টি হয় উত্তর দিনাজপুরের ইটাহার ও রায়গঞ্জে। ইটাহারে বৃষ্টির জেরে কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।  
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় বীরভূমের বোলপুর, রামপুরহাট, দুবরাজপুরে। এ ছাড়াও বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়ায়। 


এই বৃষ্টির মধ্যেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা শক্তিশালী হলে পরিণত হবে নিম্নচাপে। রবিবার নাগাদ তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই গভীর নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এই অবস্থায় দক্ষিণ আন্দামান সাগরে আবহাওয়া-পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছেন আবহবিদরা। 


মালদা: ৫ মে (May) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


পূর্ব মেদিনীপুর: আজ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel ৪৩ ডিগ্রি সেলসিয়াস। UV Index- ১২ যা যথেষ্ট বেশি এবং ত্বকের জন্য ক্ষতিকর। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। এদিন জেলায় দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বইবে। বাতাসের গতিবেগ মোটামুটি ১০-১১ কিমি প্রতি ঘণ্টা থাকবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে।