সঞ্চয়ন মিত্র, বিশ্বজিৎ দাস ও মোহন প্রসাদ, দার্জিলিং: দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস। দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন পরিষেবা।
অসুর বৃষ্টি: মহালয়ার আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। একের পর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।
আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, রবিবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি মাঝিদের ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার কার্শিয়ঙের রঙটঙের কাছে দার্জিলিং পাহাড়ে ধস নামে।
বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা। এদিকে, শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তি পড়ে সাধারণ মানুষ। এবার পুজোয় ভিলেন হবে না তো বৃষ্টি? সেটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর।
জেনে নিন রাজ্যের আবহাওয়া: গতকাল, ১৬ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশ। হাওয়ার গতিবেগ ৫ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ। হাওয়ার গতিবেগ ৪ কিলোমিটায়/ঘণ্টা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে সকাল থেকেই মেঘ থাকবে। সকাল খেকে দফায় দফায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে বৃষ্টি বাড়বে। এদিন সন্ধের পর থেকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আকাশ মেঘলা থাকবে। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ৫ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ২-৩ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। (Weather forecast of Purba Medinipur-Digha)। শনিবার সকালে বৃষ্টি হলেও রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
কলকাতা: দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হবে নিম্নচাপ। সপ্তাহান্তে বিশ্বকর্মা পুজোর দিন থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। বেলা গড়াতেই অন্ধকার নেমে আসে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি।