অমিত জানা, দাঁতন : পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের নাম না করে তৃণমূল নেতাদের (TMC Leaders) নিশানা করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কটাক্ষ, ‘এখন এক কুইন্টাল ওজনের নেতাদের ধরা হচ্ছে, এরপর নামবে ৮০ কেজি, ৭০ কেজিতে’। 


দিলীপের কটাক্ষ


দাঁতনের সভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এক কুইন্টালের নেতাদের পর এবার কম ওজনের নেতাদের হুঁশিয়ারি দিলীপের। বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি বলেছেন, ‘এখন এক কুইন্টাল ওজনের নেতাদের ধরা হচ্ছে। এরপর নামবে ৮০ কেজি, ৭০ কেজিতে’। তাঁর খোঁচা, ‘এখন মন্ত্রী হচ্ছে, বিধায়ক হচ্ছে, এরপর পঞ্চায়েত, জেলা পরিষদে আসবে।' দিলীপ ঘোষের যে বক্তব্য শুনে তুমুল হর্ষধ্বনি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। যার পরে তিনি জোড়েন, ‘যে পুলিশ অফিসাররা সব জেনেও কিছু করেনি, তাদের দিল্লি ডেকে পাঠাচ্ছে। ডাকাডাকি হচ্ছে, চা খাওয়াচ্ছে, তারপর আটকে রেখে ভাত খাওয়াবে। চিন্তা করবেন না, কাউকে ছাড়া হবে না’।


বাংলা ছেড়ে পালিয়েছেন বিশ্বকর্মা


পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা নিয়েও তৃণমূল সরকারকে তোপ দাগেন তিনি। যেখানে তিনি বলেন, 'এবারের বিশ্বকর্মা পুজো সবথেকে বেশি হতাশাজনক। শিল্প নেই, বিশ্বকর্মা পুজোতে সিন্ডিকেটের কাটমানি টাকা আসতো, এবারে তাও নেই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গেছে। যদি শিল্প না হয়, চাকরি না হয়, তাহলে বিশ্বকর্মা পুজো করবে কে। তাই বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। এই জন্য পুজো করে কোন লাভ নেই।'


মমতার উৎকর্ষ বাংলা নিয়ে তোপ দিলীপের


বৃহস্পতিবার খড়্গপুরে 'উৎকর্ষ বাংলা'-র (Utkarsh Bangla Scheme) অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চাকরির শংসাপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি বাংলায় চাকরির বাজার এবং বিস্তারের পরিকল্পনাও জানান মুখ্যমন্ত্রী। আর এবার সোশ্যাল মিডিয়ায়, 'সম্পূর্ণ ভুয়ো 'তোপ দাগলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


দিলীপ ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, আর কত মিথ্যে বলার পর লজ্জিত হবেন মুখ্যমন্ত্রী (CM) ? উৎকর্ষ বাংলায় ফলাও করে চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু ছাত্রছাত্রীদের কাছে চাকরির যে চিঠি গিয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। খোদ রাজ্য সরকার এই ভুয়ো চিঠি বিলি করেছে ! প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর সঙ্গে এই প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি যেগুলিকে চাকরি বলে চালাচ্ছিল রাজ্য সরকার, সেগুলি আসলে কোনও চাকরি নয়, সেটি প্রশিক্ষণের নিয়োগপত্র ! পাশাপাশি এই ইস্যুতেই এদিন টুইটার পোস্টে তিনি লেখেন, প্রতারণার স্কুল চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় সোশ্যালে এহেন পোস্টের পর, আরও একটি ভিডিও টুইট করেছেন দিলীপ ঘোষ। সেখানে লিখেছেন, আর কতটা অপমান তিনি বাঙালিদের করবেন ? ছোট শিশুরাই বা টা থেকে কী থেকে শিখবে ? 


আরও পড়ুন- সরকারি উদ্যোগে দেওয়া চাকরির নিয়োগপত্রও ভুয়ো? শুরু রাজনৈতিক তরজা