সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে গরম। নেই স্বস্তির বৃষ্টি। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ। সময় পেরিয়ে গেলেও বর্ষার (Monsoon) দেখা মেলেনি। কবে আসবে বর্ষা, কী বলছে আবহাওয়া দফতর?


বর্ষার দেখা মিলবে কবে?


নির্ধারিত সময়ের ৭ দিন পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২ থেকে ৩ দিন  সময় লাগবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই দক্ষিণে বর্ষার স্বাভাবিক গতি কেড়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।   


আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১১ জুন। সেদিক থেকে বর্ষা এবার লেট রান করছে। অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

অন্যান্য জেলায় কেমন থাকবে আবহাওয়া?

 

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: Mamata Banerjee: ফেল করে বলছে, পাশ করিয়ে দিতে হবে! উচ্চমাধ্যমিক বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মমতা

 

আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশ। আজ সারাদিন হাওড়ায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২৩ মিনিটে।